শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্দোলনে নিহত শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিল ফরিদপুর বিএনপি

মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর: ফরিদপুরে বিএনপির পক্ষ হতে ছাত্র আন্দোলনে নিহত ৮ শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে আজ মঙ্গলবার বেলা ১২টায় ফরিদপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন বকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইবনে ইউসুফ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, আফজাল হোসেন খান পলাশ ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ূম জঙ্গি, জেলা যুবদলের সভাপতি রাজীব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট এর ছাত্র-জনতার গণআন্দোলনে নিহত সকল শহীদদেরকে জাতি চিরকাল কৃতজ্ঞতা ভরে স্মরণ করবে। তারা শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্য করে বলেন পৃথিবীর কোনো অনুদান কিংবা ক্ষতিপূরণ আপনাদের এই আত্মত্যাগের সামনে কিছুই না। আমরা যদি ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারি তাহলে প্রত্যেক শহীদ পরিবারের জন্য স্থায়ী আর্থিক পুনর্বাসনের ব্যবস্থা করবো এবং প্রত্যেক শহীদের নামে রাস্তা-ঘাটের নামকরণ করবো। কারণ এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের জনগণ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে এবং আওয়ামী দুঃশাসনের হাত থেকে রক্ষা পেয়েছে।

সভা শেষে আন্দোলনে নিহত ফরিদপুরের ৮ পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ