মো. মাইনউদ্দীন, সন্দ্বীপ: গত ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শিকদার বাড়ির মাহিন হোসেন সাইমুন নিহত হন।
বৃহস্পতিবার বিকাল ৪টায় জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার পক্ষ থেকে সাইমুনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এ সময় জামায়াত নেতৃবৃন্দ শহীদ সাইমুনের মা রহিমা বেগমের হাতে নগদ দুই লাখ টাকা তুলে দেন। এবং তার মায়ের কথা শুনেন। যেকোনো সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। তাছাড়া ভবিষ্যতেও তাদের সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন।
এ উপলক্ষে বিকেল ৩ টায় হারামিয়া ৫ নং ওয়ার্ড শিকদার পাড়া জামে মসজিদ মাঠে হারামিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে শহীদ সাইমুনের উপর দোয়া ও স্মৃতি কামনায় সুধী সমাবেশের আয়োজন করা হয়।
জামায়াতে ইসলামী হারামিয়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি আলাউদ্দিন শিকদার।
হাফেজ মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক চেয়ারম্যান মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, নায়েবে আমীর মাওলানা মোকারম, সেক্রেটারি সাবেক চেয়ারম্যান মাওলানা আবু তাহের, উপজেলা কর্মপরিষদ সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা খবিরুল, হারামিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রটারি মাওলানা আজিজুর রহমান, মাওলানা কাজী নিজাম উদ্দীন, মাওলানা শওকত আকবর, মোঃ দিদারুল আলম শিবিরকর্মী মো. ইকবাল রিমন, ইমরান হোসেন প্রমুখ।
উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গরা।