বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

যায়যায় কালে সংবাদ প্রকাশ

আন্দোলনে নিহত সোহেল রানার পরিবারের পাশে সাবেক এমপি মোশারফ

মো. মেহেদী হাসান, নন্দীগ্রাম (বগুড়া): গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন সোহেল রানা। তার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন নন্দীগ্রাম-কাহালুর সাবেক এমপি ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

গত সোমবার দৈনিক যায়যায়কাল পত্রিকায় ‘আন্দোলনে ছেলে হারিয়ে অসহায় সোহেলের পরিবার, খোঁজ নেয়নি কেউ’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে নন্দীগ্রাম পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনের। তিনি তাৎক্ষণিক বিষয়টি নিয়ে সাবেক এমপি মোশারফ এর সাথে মুঠোফোনে আলোচনা করেন। পরবর্তীতে জাতীয় ও মূলধারার গণমাধ্যমে উঠে আসলে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক এমপি মোশারফকে ফোন দিয়ে দ্রুত সোহেল রানার পরিবারের খোঁজ নিতে বলেন এবং আর্থিকভাবে সাহায্য করতে নির্দেশ প্রদান করেন।

আজ বুধবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বিএনপির শতাধিক নেতাকর্মীকে নিয়ে নিহত সোহেল রানার পরিবারের সাথে সাক্ষাৎ করেন মোশারফ। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বান্তনা দেন।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার,সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আবু বক্কর সিদ্দিক রঙিন, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা মহিলা দল নেত্রী রেশমা আরা সাথী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল হোসেন প্রমুখ।

এ সময় শহীদ সোহেল রানার পিতা ফেরদৌস আলী কান্নায় ভেঙে পড়েন। তিনি তার সন্তানের হত্যার বিচার দাবি করেন।

এমপি মোশারফ বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে অবশ্যই এর সুষ্ঠু ও ন্যায় বিচার হবে। আমরা চাই সকল নিহত সন্তানেরা তাদের নির্বিচারে হত্যার সঠিক বিচার পাক।’

এরপরে এলাকাবাসী ও বিএনপির সকল নেতাকর্মীরা শহীদ সোহেল রানার কবর জিয়ারত করেন। আন্দোলনে অন্যায়ভাবে মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

পরিশেষে তিনি ব্যক্তিগত ও দলীয় তহবিল হতে নগদ অর্থ দিয়ে সোহেল রানার পরিবারের পাশে দাড়াঁন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ