
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আবারো পিছিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সম্মেলন। নতুন তারিখ ২রা নভেম্বর । এরআগে ২৯শে অক্টোবর সম্মেলনের তারিখ দেয়া হয়েছিলো। আজ বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সভায় এই তারিখ ঠিক করা হয়। জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মনির হোসেন জানান,কেন্দ্রীয় নির্দেশনাতেই সম্মেলনের এই তারিখ করা হয়েছে। তবে আশার বিষয় হচ্ছে এবার সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। গত এক দেড় বছরে জেলা আওয়ামীগ সম্মেলনের প্রায় ডজনের মতো তারিখ হয়। জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বর্ধিত সভা থেকেও একাধিক তারিখ হয়। তবে আজকের সভায় জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে এর চেয়ারম্যান করা হয়েছে এবং কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পদধারীরা এই কমিটির সদস্য হিসেবে থাকবেন।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় আশুগঞ্জ এবং নবীনগর উপজেলা সম্মেলনের তারিখও পেছানো হয়েছে। ১৩ই অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর আশুগঞ্জ উপজেলা এবং ১৯শে অক্টোবরের পরিবর্তে ২৯শে অক্টোবর নবীনগর উপজেলার সম্মেলনের তারিখ ঠিক করা হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আল মামুন সরকারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন,মজিবুর রহমান বাবুল, মো. হেলাল উদ্দিন, যুগ্ম-সাধারন সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু ও মাঈন উদ্দিন মঈন প্রমুখ।
সভায় জেলা পরিষদ নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আল মামুন সরকার দল মনোনীত চেয়ারম্যান প্রার্থী। দলের কেউ তার প্রতিদ্বন্ধি প্রার্থীর পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হোশিয়ারী দেয়া হয়। সভায় নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম এবং পৌরসভার মেয়র নায়ার কবির উপস্থিত ছিলেন।