
কবির হোসেন, টাঙ্গাইল : সাবেক শিক্ষা উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে সমাবেশ করেছে সালাম পিন্টু মুক্তি পরিষদ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সালাম পিন্টু মুক্তি পরিষদের সভাপতি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপিরসহ সভাপতি জিয়াউল হক শাহিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মালা, মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ বেগমসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, ‘সালাম পিন্টু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন সে শেখ হাসিনার ষড়যন্ত্রের স্বীকার। একুশে আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে পিন্টু জড়িত ছিলেন না। আমরা অতিদ্রুত সালাম পিন্টুর মুক্তি দাবি করছি।’
সমাবেশ শুরু হওয়ার আগে জেলার বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে সমাবেশে জড়ো হয়। সমাবেশে প্রায় ১০ হাজারের অধিক মানুষ অংশগ্রহণ করে।












