
আবু জিহাদ, আমতলী (বরগুনা): আমতলী এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং এনএসএস এর যৌথ উদ্যোগে ৪০৮০ জন কোমলমতি শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়।
সোমবার সকাল ১১টায় সোনালী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে খাতা ৬ পিস, কলম ১২ পিস, নেইল কাটার ১ পিস, টুথপেস্ট ১ পিস, টুথব্রাশ ১ পিস।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মনজুরুল হক কাওসার, উপজেলা সমাজ সেবা অফিসার আমতলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জহিরুল ইসলাম, প্রোগ্রাম অপারেশন ডিরেক্টর, এনএসএস, মো: জাকির হোসেন, কমিউনিকেশন কো-অর্ডিনেটর, মৃদুল সরকার, প্রোগ্রাম ম্যানেজার এনএসএস, চার্চিল দাস, স্পন্সরশীপ অফিসার, এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, অতি দাস, জুনিয়র প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জ্যাকলিন টুম্পা মন্ডল কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দৈনিক যায়যায়কাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: আবু জিহাদ, মো: আখতারুজ্জামান, মনিটরিং এন্ড ইভালিয়েশন সোশালিস্ট, এনএসএস।
শিশুরা একক সংগীত, আবৃত্তি ও যৌথ নৃত্য পরিবেশন করেন এবং আনন্দ মুখর পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
নিবন্ধিত শিশু মন্দিরা রানীর মা মনিকা রানী বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমাদের শিশুদের সুরক্ষার জন্য যেভাবে পাশে থেকে সার্বিক সহায়তা করেছে, তাতে আমার বাচ্চা লালন পালনে যথেষ্ট সুন্দর সহায়ক ভূমিকা রাখছে।











