মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
Mujib

/

এর সর্বশেষ সংবাদ

আমার বাবার মুক্তি চাই,মানববন্ধনে শিশু তাফসিরুল

এম.এ.জলিল রানা,জয়পুরহাট প্রতিনিধি : আমি আমার বাবার মুক্তি চাই,মানববন্ধনে শিশু তাফসিরুল হক আবৃত্ত। ‌‌‌আমি আমার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। আমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দেখেছি আমার বাবাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ আমাদের বাসায় আসতো। বাবার যদি রাজনীতি করা অপরাধ হয়ে থাকে, তাহলে একই অপরাধে অপরাধী আমাদের দেশের আরও অনেকে। আমার বাবার মুক্তি চাই। আমার মতো শত শত শিশুকে রাস্তায় নামতে বাধ্য করেছে এই সরকার।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেছে ১১ বছরের শিশু তাফসিরুল হক আবৃত্ত। সে জয়পুরহাট জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনানের ছেলে। আদনান নাশকতার মামলায় কারাগারে আছেন।

রোববার (১০ ডিসেম্বর-২০২৩) দুপুর ২টায় জেলা আইনজীবী ভবনের সামনের রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আইনজীবী ছাড়াও দলটির গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের পরিবার ও স্বজনরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম তরুণ, সাধারণ সম্পাদক শাহনুর রহমান শাহীন, জ্যেষ্ঠ আইনজীবী হেনা কবির, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল সহ আরও অনেকে।

 বক্তারা বলেন, এ দেশে আসলে মানবাধিকার নেই। ছেলেকে না পেলে বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। প্রতিদিন মিথ্য ও গায়েবি মামলায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। দেশের কারাগারগুলো এখন বিএনপির নেতা-কর্মীতে ভরে গেছে। তারা কারাগারে দুর্বিষহ জীবন যাপন করছেন। আদালত জামিন দিচ্ছে না। এই সরকার মানবাধিকার হরণ করেছে।

জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমরা আদালতের সামনের সড়কে মানববন্ধন করতে চেয়েছিলাম।পুলিশ আমাদের সেখানে মানববন্ধন করতে দেয়নি। বাধ্য হয়ে আমরা আইনজীবী ভবনের সামনে মানববন্ধন করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ