
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ২০ ফেব্রুয়ারি রাতে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে নাগরিক ঐক্যের আহবায়ক শহিদুল ইসলামকে যে ছুরিকাঘাত করা হয়েছে, গত ৫৩ বছরেও শিবগঞ্জে এমন নৃশংসতার ঘটনা ঘটেনি। আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। শিবগঞ্জ আমার বাড়ি। শিবগঞ্জে আমার বাপ-দাদার চৌদ্দ পুরুষের জন্ম। এই শিবগঞ্জকে ভালোবাসি বলেই স্কুল জীবন থেকে বাইরে থাকলেও আবার শিবগঞ্জে আসি রাজনীতি করতে। আমি যদি চাই শিবগঞ্জে ভূমিকম্প তুলতে পারি। আমি গর্ব করছি না, অহংকার করছি না। আমি জনগণকে ভালোবাসি এবং জনগণও আমাকে ভালোবাসে।
শুক্রবার বিকেলে উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে উপজেলা নাগরিক ঐক্যের আয়োজনে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গত মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক আইনশৃঙ্খলা কমিটির সভা বয়কট করে মাহমুদুর রহমান মান্নাকে শিবগঞ্জে ঢুকতে না দেয়ার ঘোষণা দিয়েছিলেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। মীর শাহে আলমের এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি (মান্না) এমন বক্তব্য দেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনা ২০ দিনে দেড় হাজার মানুষ মেরে পালিয়েছে। সেখান থেকে এ দেশের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়া উচিত। প্রশাসন জনগণের সেবক, অথচ বাংলাদেশের থানা পুলিশ এখনও টাকা ছাড়া মামলা নেন না।
তিনি আরো বলেন, ২০ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে উপজেলা নাগরিক ঐক্যের আহবায়ক শহিদুল ইসলামকে ছুরিকাঘাত করা হলো। সে বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় থানায় মামলা দিলেও মামলা রুজু করেনি পুলিশ। কিন্তু গত সোমবার সন্ধ্যায় একটি বাড়িতে হামলার ঘটনায় নাগরিক ঐক্যের ৯ নেতার নামে মামলা নিয়েছে পুলিশ। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, এক ছোখে লবণ বিক্রি করবেন আর এক চোখে আদা বিক্রি করবেন তা হবে না। সবার জন্য সমান আইন প্রয়োগ করতে হবে।
শিবগঞ্জ পৌর নাগরিক ঐক্যের সভাপতি রুহুল আমিনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক ঐক্যের সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। আরো উপস্থিত ছিলেন জেলা নাগরিক ঐক্যের সমন্বয়কারী মতিউর রহমান, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, এনামুল হক, সৈকত হাসান বিদ্যুৎ, রুহুল আমিন, মাহবুব মোর্শেদ হীরা, অমিদ হাসান, হারুনুর রশিদ, সাজু, জেলা নাগরিক যুব ঐক্যের আহবায়ক আরিফুল ইসলাম, আজাদুল ইসলাম, আব্দুর রহমান, উপেজলা যুব ঐক্যের সাধরন সম্পাদক রাশেদ মাহমুদ তুষার, সৈকত আহম্মেদ প্রমুখ।