মো. মাহফুজুর রহমান বিপ্লব, ফরিদপুর: বিগত দিনে দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে দেশের অনেক জেলায়, উপজেলা সরকারি বরাদ্দকৃত নানা উন্নয়ন মূলক কাজের ব্যাঘাত ঘটে। তেমনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা পরিষদের বেশ কিছু উন্নয়ন মূলক প্রকল্পের কাজ ধীরগতিতে চলতে থাকে। এর ফলে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সহ প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে জল্পনা কল্পনা শেষ নেই।
সব কিছু উপেক্ষা করে আবার শুরু হয়েছে আলফাডাঙ্গায় বিনোদন কেন্দ্রসহ নানা উন্নয়ন প্রকল্পের কাজ।
শিশুদের বিনোদনের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মধ্যে একটি পার্ক নির্মাণের পর উন্মুক্ত করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সে পার্ক বন্ধ করে দেন উপজেলা প্রশাসক।
বর্তমানে এ এলাকার শিশুদের জন্য নেই কোনো বিনোদন কেন্দ্র। উপজেলা পরিষদের মধ্যে হেলিপোর্টে দেড় একর জমি পতিত হিসেবে দীর্ঘদিন পড়ে রয়েছে। সেখানে জন্ম নেয় বিভিন্ন জাতের আগাছা। দীর্ঘদিন পর উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে সেখানে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। ইটের সলিং নির্মাণের কাজ শেষের দিকে। সেখানে গড়ে তোলা হবে বিভিন্ন প্রকার রাইডার যেমন- স্টিলের দোলনা, স্লিপার, আপ স্ট্যান্ড, ঢেকিসহ বিভিন্ন প্রকার রাইডার।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরের উপজেলার পরিষদের মধ্যে বিভিন্ন অফিসের আসবাবপত্র কেনাসহ কিছু উন্নয়ন প্রকল্পের কাজ বিভিন্ন জটিলতার জন্য শুরু হতে দেরি হয়। ওই অর্থ বছরে বরাদ্দের ৭ লাখ টাকায় হেলিপোর্ট এলাকায় বিনোদন কেন্দ্রের সৌন্দর্য বর্ধনের কাজ বর্তমানে চলমান রয়েছে।
তিনি আরও বলেন, দেড় লাখ টাকা ব্যয়ে চলছে উপজেলা শিল্পকলা একাডেমি ও অফিসার্স ক্লাবের উন্নয়নের কাজ। ২০২৩-২৪ অর্থ বছরে উন্নয়নের কিছু প্রকল্প চলতি বছরের প্রথম দিকে হাতে নেওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচন ও সরকার পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছু কাজ শুরু হতে দেরি হয়। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে শুরু হয় সেসব কাজ। বর্তমানে প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে বলেন, প্রাক্কলন অনুসারে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে শতভাগ কাজ বাস্তবায়ন করা হচ্ছে এবং চলমান কাজগুলো সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াসমীন জানান, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থ বছরের কিছু উপজেলা পরিষদের উন্নয়নের কাজ নানা জটিলতার জন্য শুরু হতে দেরি হয়। ইতোমধ্যে প্রাক্কলন অনুসারে কাজ শুরু হচ্ছে। শতভাগ কাজ শেষ করার জন্য তদারকি চলছে। পিআইসির সভাপতি ও সদস্যদের উপস্থিতিতে কাজ সম্পন্ন করা হবে। কাজ শেষ হলে জেলা প্রশাসকের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করা হবে।সরকার জনগনের জন্য বিভিন্ন উন্নয়ন মূলক খাদে বরাদ্দ দিয়ে থাকেন, আর সে উন্নয়ন প্রকল্প সুন্দর ভাবে বাস্তবায়ন করার দায়িত্ব আমরা নিয়ে থাকি। এর মধ্যে অনেক সময় আমাদেরকে কিছু ঝামেলায় পড়তে হয়। আর সেই ঝামেলার কারনে অনেক সময় অনেক কাজ সময় মত করতে একটু হিমসিমে পড়তে হয়। আশারাখি আলফাডাঙ্গায় যে উন্নয়ন মূলক কাজ করা হচ্ছে এতে করে সর্ব শ্রেনীর মানুষ সুবিধা ভোগ করতে পারবে।