
ইসমাইল হোসেন, নিজস্ব প্রতিবেদক: পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে নিখোঁজের দুই দিন পর আয়ুষ দাশ নামে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার আলীকদম উপজেলা সদরের বাজার হিন্দুপাড়া এলাকার ঝিরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আয়ুষ দাশ (২ বছর ৬ মাস) হরি মন্দির পাড়া এলাকার শংকর দাশের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর দুপুরে শিশুটিকে আলীকদম মাছ বাজারের পাশে মুরগির দোকানের সিসি ক্যামেরায় আরফাত (৭) নামে আরেক শিশুর হাত ধরা অবস্থায় দেখার পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। তখন থেকে নিখোঁজের প্রায় দু’দিন পর হিন্দুপাড়া এলাকার ঝিরির বালিতে মরদেহটি অর্ধেক পুঁতে রাখা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে আলীকদম থানা পুলিশ।
পরিবারের লোকজন জানান, অনেক খোঁজ-খবর নেওয়ার পরে না পাওয়ার হতাশ হয়ে ছিলাম। পরে আলীকদম উপজেলাস্থ একটি ঝিরিতে মাটি চাপা অবস্থায় পাওয়া যায়। নিহতের বাবা ও দাদা আলীকদম মাছ বাজারে পুরাতন ব্যবসায়ী এবং খুব নম্র-ভদ্র স্বাভাবিক মানুষ। কেন শত্রুতা করলো আমরা বুঝতেছি না। শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাতে কোনো সন্দেহ নাই।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার তবিদুর রহমান বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।