
তানভীর হাসান তৌফিক, আশুগঞ্জ: সারাদেশের মতো ব্রাহ্মণ্যবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উৎযাপন করা হয়।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া । তিনি বলেন, “দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলা সময়ের দাবি। মাছ শুধু প্রোটিনের যোগানই নয়, বরং এটি আমাদের অর্থনীতি ও জীবিকার অন্যতম চালিকাশক্তি। সরকারের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এ খাতের উন্নয়ন সম্ভব নয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরানের সঞ্চালনায়,এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,মোহাম্মদ খায়রুল আলম। উপজেলা সমাজসেবা অফিসার সৈয়দ রাফি উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম সহ স্থানীয় মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মৎস্য খাত জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্যচাষে আরও অগ্রগতি সম্ভব। সবাই একসঙ্গে কাজ করলে দেশি মাছের ভাণ্ডার আবারও সমৃদ্ধ হবে। আলোচনা সভা শেষে উপজেলার সফল ও কৃতি মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।