নিউজ ডেস্ক: আসন্ন অমর একুশে বই মেলা২০২১ইং উপলক্ষে সাংবাদিক ও গীতিকবি আকাশমণির আসছে ‘ঈশ্বর এই পাড়ায় থাকে না’ শিরোনামের ব্যতিক্রমী কাব্যগ্রন্থ।এটি তার তৃতীয় কাব্যগ্রন্থ।
একুশে বইমেলা উপলক্ষে প্রতিভা প্রকাশনী থেকে অসাধারণ লেখার এই বইটি প্রকাশিত হবে।বই মেলা ছাড়াও বইটি অনলাইনের বিভিন্ন প্লাটফর্ম থেকেও ক্রেতারা বইটি কিনতে পারবে।
ছোট বেলা থেকেই কবি হওয়ার স্বপ্ন দেখা প্রিয় এই মানুষটির জন্ম ও বেড়ে উঠা নড়াইল জেলার নড়াগাতী থানার দেবদুন গ্রামে।বাবা বীর মুক্তিযোদ্ধা অনারী ক্যাপ্টেন (অবঃ)শেখ আবুল কালাম ও মা একজন গৃহিণী।
কবি আকাশমণি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বেশ সুনামের সাথে কৃতকার্য অর্জন শেষে সর্বশেষ সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।
‘ঈশ্বর এই পাড়ায় থাকে না’একটি ভিন্নধর্মী কবিতার বই,যেখানে থাকছে চমকপ্রদ বেশ কয়েকটি কবিতা।এর আগে এই কবির লেখা ‘মেঘ ঝরা দুপুরে’ ও ‘বৃষ্টির ছন্দে মাটির গন্ধে’ শিরোনামের আরো দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।যা পাঠক মহলে বেশ সুনাম কুড়িয়েছে।
জানতে চাইলে সাংবাদিক ও কবি আকাশমণি বলেন,আমার ছোট বেলা থেকে লিখালিখি বেশ পছন্দের ছিল।স্বপ্ন ছিল একজন জনপ্রিয় লেখক হবো,’ঈশ্বর এই পাড়ায় থাকে না’আমার তৃতীয় কাব্যগ্রন্থ,এই বইটিতে রয়েছে চমৎকার বেশ কয়েকটি কবিতা।আসছে বই মেলায় এই বইটি হবে বই প্রেমীদের আত্মার খোরাক এটাই আমার প্রত্যাশা।সবার দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।