রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউএনও তরিকুল ইসলামের হাত ধরে সুন্দরগঞ্জে ব্যাপক উন্নয়ন

নুরুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম যোগদানের পর থেকে উপজেলার উন্নয়নে দারুন সব কাজ করেছেন। এ কারণে তিনি উপজেলাবাসীর প্রশংসায় ভাসছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এখন পর্যন্ত যেসব উন্নয়নমূলক কাজ করেছেন- সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুম, ডরমেটরি, পুরাতন উপজেলা পরিষদে অবস্থিত থানা প্রাথমিক শিক্ষা অফিস, মৎস ভবন, কৃষি, ট্রেজারি ও সহকারী কমিশনার (ভূমি) অফিসসহ বেশি কিছু অফিস সংস্কার ও নতুন ভবন তৈরি করা হয়েছে।

এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও রাস্তা-ঘাটে মাটি ভরাট, পৌরপার্ক, শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী উপকরণ বিতরণ, প্রতিষ্ঠানগুলিতে আবাসন সংকট দূরীকরণ ও শিক্ষার্থীদের জন্য বেঞ্চ প্রদান করা হয়। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীদের ডাটাবেইজ মোতাবেক সুষম বণ্টন, অসুস্থদের পাশে থেকে সাহায্য সহযোগিতা এবং যাদের ঘর ও ভূমি নেই তাদেরকে পুনর্বাসনে পদক্ষেপ নেওয়া হয়। মসজিদ, মাদ্রাসার, এতিমখানাসহ আরো অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। যার সবটুকু তুলে ধরা সম্ভাব হলো না।

এক প্রশ্নের জবাবে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম জানান, তিনি আরও অনেক কাজ করেছেন, যা উপজেলাবাসী অবগত আছেন। তিনি কিছুদিনের মধ্যে অন্যত্র বদলি হয়ে যাবেন। সুন্দরগঞ্জ উপজলোর মানুষের কথা সবসময় মনে থাকবে বলে তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের বদলির খবর শোনার পর থেকে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের মন কষ্টে ভারাক্রান্ত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ