সোমবার, ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগে তদন্ত কমিটি

হরিরামপুর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের বিরুদ্ধে জেলেদের ভিজিএফ কর্মসূচির চাল আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, তদন্তের দায়িত্বের চিঠি পেয়েছি। দ্রুতই তদন্ত করে প্রতিবেদন ইউএনও স্যারের কাছে জমা দিবো।

এর আগে, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরের জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারকে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ভিজিএফের চাল এক নাম একাধিকবার এবং ভুয়া টিপসহি ব্যবহারের মাধ্যমে আত্মসাতের অভিযোগ ওঠে ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদের বিরুদ্ধে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *