বৃহস্পতিবার, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ইতালিতে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের উদ্যোগে আনন্দ ভ্রমণ

মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন, ইতালি: ইতালিতে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পাদোভা’র উদ্যোগে দেশটির উত্তরাঞ্চলীয় সমৃদ্ধ নগরী পাদোভাতে গ্রীষ্মকালীন ভ্রমণের আয়োজন করা হয়।

গত শনিবার (২৪ আগস্ট) এ ভ্রমণের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পাদোভা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সুবিশাল ও বিখ্যাত গারদা লেকের রিভা দেল গারদা পয়েন্টে এই আনন্দ ভ্রমণের গন্তব্য ছিল। দুটি বাসে পাদোভা শহর থেকে সকাল ৮টায় ভ্রমণের উদ্দেশে যাত্রা শুরু হয়।

উক্ত আনন্দ ভ্রমণে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ত্রা’ শহরের কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক কবি মনির উদ্দিন ও ভেনিস থেকে উপস্থিত ছিলেন অল-ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব আয়েবাপিসি’র সাবেক সহ-সভাপতি, বাংলা ৫২ নিউজ টিভি’র ইউরোপ ব্যুরো চীফ, এশিয়ান টেলিভিশন ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ইতালি প্রতিনিধি মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল।

সংগঠনের সভাপতি মামুন মিয়া সরকার, সহ সভাপতি শাফায়েত সরকার, সাধারণ সম্পাদক পলাশসহ পাদোভায় অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান গোলাপ ভুইয়া, শফিকুল ইসলাম, মাসুম, মাসুদ, সজীব, কবি মনির উদ্দিন, আতাউর রহমান ও মামুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্য শেষে আনন্দ উল্লাসে মেতেছিলেন সকলেই। দুপুর ১টায় লেকের সৈকতে পৌঁছে দুপুরের খাবার শেষ করে সবাই বিভিন্নভাবে গ্রীম্মকালীন এই আনন্দ ভ্রমণ উপভোগ করেন। আনন্দ ভ্রমণের অংশগ্রহণকারী সকলেই স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হয়ে আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।

তারা বলেন, প্রবাসের মাটিতে কর্মব্যস্ততার মাঝে মনকে কিছুটা সতেজ রাখতে এ ধরনের আয়োজন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি পাদোভার ইতালির সভাপতি মামুন মিয়া সরকার আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করায় সকলকে ধন্যবাদ জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *