
কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম : আহলে বায়তে রাছুল (সা:) স্মরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম এর আয়োজনে শোহাদায়ে কারবালা মাহফিলের ৬ষ্ঠ দিনে আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট-এর আয়োজনে চট্টগ্রাম নগরে অনুষ্ঠিত হয়।
মাসব্যাপী জেলার ৩০টি মসজিদে ৩০ দিন ব্যাপী চলমান খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার অংশ হিসেবে ৬ মহররম, ১৩ জুলাই ৬ষ্ঠ দিনের কর্মসূচীতে চট্টগ্রাম জেলার কদম রসুল হযরত আব্দুল্লাহ (রা:) জামে মসজিদে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ সাইফুল আলম। আলোচনা করেন শিক্ষাবিদ বাদশা আলম, হাফেজ মাওলানা কামাল উদ্দিন, ফরিদ আহম্মদ, নিজামুল আলমসহ অন্যরা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তরুণ শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ সাইফুল আলম বলেন, ন্যায়, ইনসাফ ও হক প্রতিষ্ঠার জন্য কারবালা প্রান্তরে হযরত হোছাইন (রা:) ইয়াজিদ এর বিরুদ্ধে যুদ্ধ করে জীবন উৎসর্গ করেন। কারবালার যুদ্ধ ছিল অন্যায় এর প্রতিবাদ এবং দ্বীন ইসলাম প্রতিষ্ঠার লড়াই। তিনি ধর্মপ্রাণ সকলকে ইসলামের ঝান্ডা ও সুন্নিয়ত সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।