সুদীপ দেবনাথ (রিমন সূর্য), বিনোদন প্রতিবেদক: দেশব্যাপী আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত প্রথম সিনেমা ‘বীরত্ব’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন। মুক্তির আগেরদিন সিনেমার নায়কসহ কলাকুশরীদের অভিনন্দন ও শুভেচ্ছো জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সেই সঙ্গে দর্শকদের হলে গিয়ে এই সিনেমাটি দেখার আহ্বান জানান তিনি। এই সিনেমায় ইমনের বিপরীতে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মঞ্চ থেকে আসা নিশাত নাওয়ার সালওয়া।
সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইস্তেখাব দিনার, নিপুণ আক্তার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কচি খন্দকার, বর্দা মিঠু মনিরা আক্তার মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, হান্নান শেলি, পীরজাদা শহিদুল হারুন, তানভীর রিজভী, জেসমিন আক্তার, স্বর্ণা, প্রনব ঘোষ, প্রিয়ন্তি গোমেজ, রিমু, জাহাঙ্গীর আলম ও শিশু শিল্পী মুনতাহা এমেলিয়া সহ অনেকে।
সিনেমা বীরত্ব এই সিনেমা হলগুলোতে চলছে নিম্নে দেওয়া হলোঃ ১। স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা শপিং মল , পান্থপথ
২। স্টার সিনেপ্লেক্স – সনি স্কয়ার , মিরপুর-১
৩। ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক৪। আনন্দ – ফার্মগেট, ঢাকা৫। লায়ন সিনেমাস – কেরানীগঞ্জ, ঢাকা
৬। সিলভারস্ক্রীন – চট্টগ্রাম, ৭। চিত্রামহল – পুরান ঢাকা,
৮। গীত – ঢাকা,৯। চাঁদমহল – কাঁচপুর, ১০। চন্দ্রীমা – শ্রীপুর, সাভার ১১। ঝুমুর – জয়দেবপুর, গাজীপুর ১২। নিউ গুলশান – জিঞ্জিরা ১৩। মমতা – মাধবদী, নরসিংদী ১৪। শাপলা – রংপুর ১৫। ছায়াবানী – ময়মনসিংহ
১৬। মধুবন সিনেপ্লেক্স – বগুড়া ১৭। সাধনা – রাজবাড়ী
১৮। বনলতা – ফরিদপুর ১৯। রুপকথা – শেরপুর ২০। তিতাস – পটুয়াখালী ২১। বিজিবি – সিলেট ২২। সুগন্ধা – চট্টগ্রাম২৪। ময়ুরী – বাঘ আঁচড়া২৫। রাজ- কুলিয়ারচর, কিশোরগঞ্জ
২৬। চিত্রালী – খুলনা ২৭। রাজিয়া – নাগরপুর২৮। বিজিবি – ঢাকা ২৯। মালঞ্চ – টাংগাইল ৩০। নিউমেট্রো – নাঃগঞ্জ
৩১। গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স- সিলেট ৩১। শঙ্খ – খুলনা
৩২। রুপকথা – পাবনা ৩৩। সৈনিক ক্লাব – ঢাকা
৩৪। সংগীতা – সাতক্ষীরা