মো. সাইফুল ইসলাম, নীলফামারী : ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সসহ দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান ও গণমাধ্যম কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে সমাবেশ করেছেন সাংবাদিকরা।
সোমবার বেলা ১২টার দিকে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা সমাবেশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এ বি এম মঞ্জুরুল আলম সিয়াম, সাবেক সভাপতি তাহমিন হক ববি ও সাবেক সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধানসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
সমাবেশে নের্তৃবৃন্দরা বলেন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কমপ্লেক্সটিতে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, নিউজটোয়েন্টিফোর টিভি, টি-স্পোর্টস ও ক্যাপিটাল এফএম রেডিওর অফিস ছিল।
এর আগেও দুর্বৃত্তরা ডিবিসি, এটিএন নিউজসহ কয়েকটি গণমাধ্যমে হামলা চালিয়েছিল। সেই সঙ্গে আমাদের সংবাদকর্মীরা হামলার শিকার হোন। এ ধরনের হামলা গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি।
এসময় বৈষম্যহীন রাষ্ট্র গঠনে এমন হামলা নতুন কোনো ষড়যন্ত্রের অংশ কি না সেটি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তারা। এছাড়াও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ভিডিও এবং ছবি গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিক সমাজ।