মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদগাঁও থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪

মো. ওসমান গনি ইলি, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও থানায় পৃথক অভিযানে দেশীয় অস্ত্র ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। গ্রেফতার হয়েছে চারজন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত অভিযানে এই সাফল্য আসে।

প্রথম অভিযানে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬ এর ব্লক-সি থেকে দুই রোহিঙ্গা যুবক মো. সালাম (১৯) ও মো. ইব্রাহীম (২০)-কে আটক করা হয়। তাদের হেফাজত থেকে একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। এ ঘটনায় ঈদগাঁও থানায় Arms Act 1878-এর ১৯(A) ধারায় মামলা নং-০৪, তাং-০২/০৯/২০২৫ দায়ের করা হয়।

অপর অভিযানে, ছিনতাইয়ের ঘটনায় জড়িত স্থানীয় দুই আসামি—ইব্রাহীম খলিল নয়ন (২১) ও মো. রায়হান (২৮)—কে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় ছিনতাইকৃত একটি ব্যাগ ও দুটি বাটন মোবাইল ফোন। এই ঘটনায় দায়ের হয় মামলা নং-০৩, ধারা ৩৯৪, তাং-০২/০৯/২০২৫।

ওসি মছিউর রহমান বলেন,ঈদগাঁওকে অপরাধমুক্ত রাখতে আমরা নিয়মিতভাবে বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছি। যেকোনো অপরাধ দমনে পুলিশ সর্বদা প্রস্তুত। স্থানীয়দের মতে, ওসি মছিউর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছেন, যা এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ