
সিজিল আহমেদ, হবিগঞ্জ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার কোরবানির পশুর চামরা সংরক্ষণ, বর্জ্য অপসারণ এবং আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত প্রস্থতিমূলক সভা হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপত্বি করেন বাহুবল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন। তাছাড়া সভায় বাহুবল উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া বাহুবল উপজেলা ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, বাংলাদেশ প্রেসক্লাব বাহুবল উপজেলা সিনিয়র সহ-সভাপতি মিয়া মোহাম্মদ সিজিল, ছাত্র প্রতিনিধি, ও বাহুবলের আলেমগণ উপস্থিত ছিলেন।