
মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন এর কাজীপাড়া শাহী জামে মসজিদ এবং এলাকাবাসীর উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আসর নামাজের পর কাজীপাড়া শাহী মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সার্বিক সহযোগিতা করেন কাজীপাড়া যুব সংঘ। এতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি কাজী বাহার এবং কাজী মুহাম্মদ জয়নাল আবেদীন এর সার্বিক তত্ত্বাবধানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসিসসরিন সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ মুনীরুল আলম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাজীপাড়া শাহী মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ অলীউজ্জামান।
বক্তারা বলেন, “নবী করিম (সা.) সমগ্র বিশ্বের জন্য ছিলেন ত্রাণকর্তা। তাঁর আগমন না হলে আমরা মুসলিম পরিচয়ে গর্বিত হতে পারতাম না। তাঁর জন্ম ও ওফাত দিবসে এ ধরনের আয়োজন আমাদের জন্য সৌভাগ্যের।”
আলোচনা শেষে দোয়া, দরুদ পাঠ ও মোনাজাত করা হয়। এ সময় নবী রাসূলগণ ও আওলিয়ায়ে কেরামদের স্মরণ করা হয় এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করা হয়।