শুক্রবার, ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ঈদ উপলক্ষ্যে ৭ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড ভ্যান নিষিদ্ধ

যায়যায়কাল প্রতিবেদক: রোজার ঈদ ঘিরে আগামী ২৫ মার্চ থেকে চারদিন এবং ঈদের পরে তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান বন্ধ থাকবে। তবে এ সময় নিত্যপণ্যবাহী যান চলাচল করতে পারবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিনের স্বাক্ষরিত সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোজার ঈদ উপলক্ষ্যে সড়ক মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে বিদ্যুৎ ভবনে সভা হয়। ওই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, “আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২৫ হতে ২৮ মার্চ, ২০২৫ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত রাখতে হবে। বিষয়টি বিআরটিএ কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে অবহিত করতে হবে।”

ওই প্রজ্ঞাপনের অনুলিপি, বিআরটিএর চেয়ারম্যান, দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি, বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ রোজার ঈদ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (রোড সেফটি) শীতাংশু শেখর বিশ্বাস রোববার বলেন, “মন্ত্রণালয়ের এমন একটা নির্দেশনা আছে। ওই নির্দেশনার ভিত্তিতে আমরাও একটা বিজ্ঞপ্তি দেব।”

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ