শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদ যাত্রায় বেড়েছে সিরাজগঞ্জ মহাসড়কের গাড়ির চাপ

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : ঈদুল আজহার আগ মুহূর্তে নাড়ির টানে প্রিয়জনদের কাছে বাড়ি ফেরা মানুষের চাপ আরও বেড়েছে। তবে যানজট নিরসনে জেলা পুলিশের পক্ষ থেকে মহাসড়কে ৮০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার সকাল থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েই চলেছে। সকালে সিরাজগঞ্জের মহাসড়কের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়ে জানা যায়, গতকালের চেয়েও যানবাহন অনেকটা বেড়েছে। তবে অন্যান্য সময়ের মতোই একদম স্বাভাবিক গতিতে সকল যানবাহন চলাচল করছে। যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনও ভোগান্তি পোহাতে হচ্ছেনা যাত্রী ও পরিবহন শ্রমিকদের।বিশেষ করে সিরাজগঞ্জের মহাসড়কে কোথাও যানজটের সৃষ্টি ও ঘরে ফেরা মানুষের জানমালের সমস্যা যেন না হয় তার জন্য কাজ করছেন জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের ৮০০ সদস্য।

মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ছাড়াও মোবাইল টিম, প্রেট্রল টিম ও কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করছেন। কোনও দুর্ঘটনা যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তার জন্য প্রস্তুত রাখা হয়েছে রেকার ও অ্যাম্বুলেন্স।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ওয়াদুদ বলেন, ভোররাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এরপর সকালে চাপ একটু কম ছিল। সকাল ৮টার দিক থেকে চাপ আবার অনেকটা বেড়েছে। তবে মহাসড়কের কোথাও কোনও ভোগান্তি নেই। নির্বিঘ্নে চলাচল করছে গাড়ি।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ রুবেল ঢাকা মেইলকে বলেন, ভোররাত থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে তবে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। যানবাহনের চাপ আরও বাড়লেও ঈদুল ফিতরের মতো এবারেও সিরাজগঞ্জের মহাসড়কে যানজট সৃষ্টি হবে না বলে আশা করছি। জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের দিক-নির্দেশনায় মহাসড়কে আমরা সেভাবেই কাজ করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ