শুক্রবার, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ঈদ যাত্রায় স্বস্তি ফেরাতে সরাইলে প্রশাসন-সেনাবাহিনীর উদ্যোগ

পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা যেন হয় স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন—সেই লক্ষ্যেই ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও র যৌথ আয়োজনে এই সভায় নানা বাস্তবমুখী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যা ঈদযাত্রায় জনসাধারণের দুর্ভোগ অনেকাংশে কমিয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সোমবার সকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে “যানজট নিরসনে করণীয়” শীর্ষক এই বিশেষ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন।

সভায় অংশ নেন আশুগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ মাহিম, সরাইল থানার ওসি মোঃ রফিকুল হাসান, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোঃ মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনসুর হোসেন, বিশ্বরোড সড়ক প্রকল্পের ব্যবস্থাপক শামীম আহমেদ, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে: ঈদের আগেই বিশ্বরোড গোলচত্ত্বর ও সংলগ্ন এলাকার জরাজীর্ণ সড়ক সংস্কার, বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ, ফুটপাত দখল করে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ, মহাসড়কে পুলিশের টহল জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি বৃদ্ধি।

সভায় বক্তারা বলেন, “ঈদে লাখো মানুষের চলাচল হয় এই রুট দিয়ে। তাই এখনই পদক্ষেপ না নিলে যানজট ও নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করবে।”

তারা আরও জানান, সেনাবাহিনী, পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে মাঠে থাকতে হবে।

এছাড়াও, সভায় জনগণের স্বার্থে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদেরও একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের আশ্বাস এবারের ঈদ যাত্রা হবে আগের যেকোনো সময়ের চেয়ে নিরাপদ ও স্বস্তিদায়ক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *