
কাইয়ুম মাহমুদ: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের বিষয়ে ইতিবাচক সাড়া না পেলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দেন তারা শিক্ষার্থীরা।
মানবনন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী-মিজানুর রহমান মিলন, হৃদয় সরকার, জাকারিয়া, সমুদ্র, মেরাজ, হাসানসহ কয়েকজন। এর আগে সকাল থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আধবেলা প্রশাসনিক কর্মবিরতি দিয়ে ঢাকা-পাবনা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন। দুপুর ১২টায় তারা হাটিকুমরুল গোলচত্বরে দাঁড়িয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা।