শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরামপুরে হত্যা মামলা

উপজেলা ছাত্রলীগ সভাপতি ও আ’লীগ নেতা গ্রেপ্তার

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক বিএনপি কর্মীকে হত্যার অভিযোগে হওয়া মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাক (৩২) ও আওয়ামী লীগ নেতা আওরঙ্গজেব চৌধুরী ওরফে বাদশাকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে র‍্যাবের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে বিরামপুর থানা-পুলিশ।

গ্রেপ্তার আবদুর রাজ্জাক বিরামপুর পৌর শহরের আদর্শপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরামপুর উপজেলা শাখার সভাপতি। অপর আসামি আওরঙ্গজেব চৌধুরী ওরফে বাদশা বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের একইর গ্রামের প্রয়াত নজিবর রহমান চৌধুরীর ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তাদের গ্রেপ্তারের বিষয়টি বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক নিশ্চিত করেছেন।

বিএনপির কর্মী রশিদুল ইসলামকে হত্যার অভিযোগে গত বছরের ২৫ অক্টোবর বিপ্লব আলম ওরফে বিলু (৪৭) নামের একজন বিরামপুর থানায় একটি মামলা করেন। বাদী বিপ্লব আলম উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের বাসিন্দা।

এই মামলায় প্রধান আসামি দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক। এ ছাড়া মামলায় আসামি হিসেবে আছেন কাটলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী মণ্ডল, খানপুর ইউনিয়ন চেয়ারম্যান নিহার রঞ্জন পাহান, পলিপ্রয়াগপুর ইউপির চেয়ারম্যান রহমত আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মণ্ডল, সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, যুবলীগের উপজেলা শাখার সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাহাবুব আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ওরফে মানিকসহ ১১৩ জন। মামলায় ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *