বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

উলিপুরে এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় কলেজ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনটি উৎসবমুখর পরিবেশে নানা আবেগ, ভালোবাসা ও অনুপ্রেরণার এক অপূর্ব মিলনমেলায় পরিণত হয়।

কলেজের সহকারী অধ্যাপক মো. নূরুল ইসলামের সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার সাহা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সফলতা তখনই পূর্ণতা পায়, যখন একজন মানুষকে পরিবার, কর্মস্থল এবং সমাজে সম্মানের সাথে মূল্যায়ন করা হয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফল করলেই চলবে না, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টাও থাকতে হবে।”

তিনি শিক্ষার্থীদের সামনে লক্ষ্য স্থির করে জীবন গঠনের পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ আব্দুল ওয়াহিদ, শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য প্রদান করেন ।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তৌফিকুর রহমান তরঙ্গ, আরাফাত আহমেদ রূপন, প্রীতম ঘোষ, সাজিদুর রহমান সেবিব এবং ফারিহা আনজুম অর্পি। তারা কলেজজীবনের স্মৃতিচারণ, শিক্ষকদের অবদানের কথা এবং ভবিষ্যতের স্বপ্ন ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

এছাড়া বক্তব্য রাখেন জ্যেষ্ঠ প্রভাষক আবু নুর মো. সফিউল আলম সোহেল, সহকারী অধ্যাপক রনজিৎ কুমার বর্মণ, গোলাম মওলা, আনিসুল ইসলাম, এবং সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের উচিত কেবল পরীক্ষায় ভালো ফল করা নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানো। তরুণরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে, তাই তাদের দায়িত্বশীল ও সৎ হতে হবে ।

উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্স পেয়ে থাকেন শিক্ষার্থীরা। চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তৌফিকুর রহমান তরঙ্গ ভর্তি পরীক্ষায় ১১ তম স্থান অধিকর করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। আরাফাত আহমেদ রুপক,বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ফারিয়া আনজুম অর্পি ঢাকা বিশ্ববিদ্যালয়,রাফিউজ্জামান রাফি বাংলাদেশ ইউনিভারসিটি অব টেক্সটাইল (বুটেক্স),রেদওয়ানুল কবির জিহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সাদিদুর রহমান সেবিব, আরাফাত হোসেন মাছুম প্লাবন বিশ্ববিদ্যালয়, প্রীতম ঘোষ শ্যাজালাল বিমান এ প্রযুক্তি, মোঃ রিফাত খন্দকার, মোছাঃ আয়শা সিদ্দিকাসহ ২৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে কৃতি ও বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক ক্রেস্ট ও গোলাপফুল তুলে দেন অতিথিবৃন্দ। শেষে দোয়া মাহফিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য ছিল এক আবেগঘন মুহূর্ত।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *