মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরে জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধাকে কুপিয়ে জখম

মোহাইমিনুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ভাইয়ের প্রতিহিংসার গর্তে বসতবাড়ী ধ্বসে পড়ার আশংকায় প্রতিকার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন আরেক ভাই। অভিযোগ দেয়ার কথা শুনে রহিমা বেগম (৫৫) নামের বৃদ্ধাকে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের মধুপুর কাইতপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আলসিয়া সেখের দুই পুত্রের মাঝে বসত বাড়ি সহ জমা- জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধকে কেন্দ্র করে হামলা-মামলা সহ কারাভোগের ঘটনাও ঘটেছে দুই পরিবারে। এতকিছুর পরও দুই ভাই পাশাপাশি বাড়িতে অবস্থান করছিলেন। কিন্ত কোন ভাবেই সহবাস্থান টিকিয়ে রাখতে না পারায় অন্যত্র বাড়ি সরিয়ে নেন বড় ভাই আবু বক্কর। পরে প্রতিহিংসার কারণে পতিত ওই জমিতে স্কেলেটর (মাটি কাটার যন্ত্র) ভাড়া এনে গর্ত দেয়া শুরু করেন বড় ভাই আবু বক্কর। গর্ত দেয়ার ফলে ছোট ভাই আব্দুর রহমান এর বসত ঘরে ফাটল দেখা দেয়। নিরুপায় হয়ে আব্দুর রহমান কুড়িগ্রাম আদালতে ১৪৪ ধারার একটি পিটিশন দায়ের করেন। ওই পিটিশনের নোটিশ পেয়ে আরও ক্ষিপ্ত হয় আবু বক্কর ও তার পরিবারের লোকজন।
এমতাবস্থায় ধরনীবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশ বৈঠকের সিদ্ধান্ত উপেক্ষা করে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) আব্দুর রহমান এর স্ত্রী রহিমা বেগমকে একা পেয়ে আবু বক্কর তার দুই ছেলে ফুল মিয়া ও মুকুল মিয়াসহ বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা রহিমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক পরদিন উন্নত চিকিৎসার জন্য রহিমাকে কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
 এ ঘটনায় আব্দুর রহমান উলিপুর থানায় একটি অভিযোগ দাখিল করেন।অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ওসি জিল্লুর রহমান বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ