
মোহাইমিনুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে ২ টার পর বিদ্যালয় ছুটি দিয়ে দাওয়াত খেতে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার বিষ্ণুবল্লব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বুধবার দুপুরে বিদ্যালয়টিতে দুপুর ২ টার পর গেলে দেখতে পাওয়া যায় বিদ্যালয় ছুটি দিয়ে মূল দরজা, অফিসকক্ষ সহ সমস্ত রুমে তালা ঝুলানো।
নামপ্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, আপনাদের আসার আগে আগেই শিক্ষকরা স্কুল ছুটি দিয়ে দাওয়াত খেতে গেছেন। তবে কার বাসায় কীসের দাওয়াত খেতে গেছেন সে বিষয়ে কোন তথ্য দিতে পারেন নি তিনি।
বিদ্যালয়ের দায়িত্বে থাকা প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকের তথ্য দায়িত্বরত ক্লাস্টার অফিসার দিতে না পারায় বিদ্যালয় সংশ্লিষ্ট কারো মন্তব্য নেয়া সম্ভব হয় নি।
এ বিষয়ে ওই বিদ্যালয়ের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন জানান, আমি নতুন দায়িত্ব নিয়েছি। আমি ইউআরসি ট্রেনিংএ আছি। বিদ্যালয়ের দায়িত্বে কে আছে এখন সেই বিষয়টি জানা নেই। ট্রেনিং শেষে অফিসে গিয়ে কথা বলে পরবর্তীতে ব্যবস্থা নিবো।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার বলেন, বিষয়টি আপনার মাধ্যমেই জানলাম। বিষয়টি দেখার জন্য আমি সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসার জাকির হোসেনকে বলেছি।