বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

উলিপুরে বুড়ি তিস্তা নদী রক্ষায় গ্রীন ভয়েসের মানববন্ধন

মোহাইমিনুল ইসলাম উলিপুর, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে বুড়ি তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখা।

গ্রীন ভয়েস, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং তিস্তা নদী রক্ষা কমিটি, কুড়িগ্রাম এর যৌথ উদ্যোগে সোমবার সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও সচেতন নাগরিকেরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস উলিপুর শাখার উপদেষ্টা রফিকুল আনছারী, রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার। এছাড়া বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুড়িগ্রাম জেলার সদস্য মতলেবুর রহমান বক্তব্য রাখেন। মানববন্ধনের সঞ্চালনায় ছিলেন গ্রীন ভয়েস উলিপুর শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক সারফারাজ সৌরভ।

বক্তারা বলেন, “বুড়ি তিস্তা আমাদের প্রাণ, অথচ আজ অবৈধ বালু উত্তোলন, দখল আর অনিয়মের কারণে নদী ধ্বংসের মুখে। প্রশাসন এ বিষয়ে দীর্ঘদিন ধরে নীরব রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
তারা নদী রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

এসময় গ্রীন ভয়েসের পক্ষ থেকে রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল ৫ দফা দাবি উত্থাপন করেন:

দাবিসমূহ:
১. দিনে কিংবা রাতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে।
২. নদীর তলদেশ খনন করে স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে।
৩. অবিলম্বে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।
৪. বুড়ি তিস্তা নদীর উৎসমুখে খনন কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
৫. অবৈধ বালু উত্তোলন ও দখলদারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। মানববন্ধনে গ্রীন ভয়েস উলিপুরের সবুজ নেতৃবৃন্দ ছাড়াও বাপা, তিস্তা নদী রক্ষা কমিটি ও পরিবেশপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা হুঁশিয়ার করে বলেন, “দাবি বাস্তবায়নে প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

১ thought on “উলিপুরে বুড়ি তিস্তা নদী রক্ষায় গ্রীন ভয়েসের মানববন্ধন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ