শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এইচএসসি পরীক্ষায় পর পর দুই বছর সবাই ফেল

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫নং ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর বাজারে অবস্থিত উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। বিদ্যালয় ও কলেজের ক্যাম্পাস বেশ গোছানো, বিদ্যালয় ও কলেজের ভবনে ক্লাস রুম আছে একাধিক।

১৯৬৮ সালে স্থাপিত হওয়া বিদ্যালয়টির ক্যাম্পাসে বিভিন্ন জাতের গাছ লাগানো রয়েছে। সেই গাছের ছায়ায় মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। এতো মনোরম পরিবেশ থাকা স্বত্বেও ৫৮ বছর বয়সে এসে এই বিদ্যালয় ও কলেজটি দিনাজপুর জেলার লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিগত বছরে এই কলেজ থেকে কেউ এইচএসসি পাশ করেনি।

এ বছরও তিনজন শিক্ষার্থী এইচএসএসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। কিন্তু তারা কেউ পাশ করতে পারেনি। ফলে জেলার বিভিন্ন উপজেলার মানুষের কাছে বিদ্যালয় ও কলেজটি এখন হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে।

কেন এমন হলো বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বললে, ফুলবাড়ী উপজেলা ৫নং খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী বলেন, কলেজ পরিচালনা পরিষদের দুর্বলতা, অনিয়ম প্রতিষ্ঠানটিকে হাস্যকর করে তুলেছে। শিক্ষকরা ঠিকমতো পড়াশোনা করান না।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ, মো. মাসুদুর রহমানের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি কোন কথা বলতে অস্বীকৃতি জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ