
সাতক্ষীরা প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমি আজ সন্তুষ্ট এই কারণে নয় যে আমাদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বড় কিছু ঘটে গেছে, বরং সন্তুষ্ট এই কারণে যে আমাদের এখন একটি বৃহত্তর শিক্ষা পরিবার গড়ে উঠেছে। প্রাথমিক শিক্ষার সঙ্গে শুধু মন্ত্রণালয় নয়—উপজেলা ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ অনেকে যুক্ত আছেন। তারা সবাই আমাদের বৃহত্তর পরিবারের অংশ। আমরা যেন এই পরিবারকে ভুলে না যাই।
শনিবার (৮ নভেম্বর) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমি ঘরের মধ্যে কথা বললাম, মানুষ জানবে কীভাবে? সাংবাদিকদের মাধ্যমেই জানবে। জনমত তৈরির জন্য তাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমি নির্দেশ দিয়েছি, প্রাথমিক শিক্ষা বিষয়ে যেকোনো সংবাদ—প্রিন্ট, ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়া—আমাকে পাঠাতে হবে। আমাদের জীবনে আশা ও হতাশা দুটোই আছে। অনেক প্রস্তাব বাস্তবায়ন সহজ নয়, এই বাস্তবতাই হতাশার বিষয়।
তিনি বলেন, নদীভাঙন এলাকায় মেকশিফট স্কুল করা দরকার। সুন্দর সুন্দর স্কুল বিল্ডিং নদীর তলে যাচ্ছে, তাই বিশেষ ব্যবস্থা নিতে হবে।
অধ্যাপক রায় পোদ্দার বলেন, বৃত্তি দেওয়ার উদ্যোগ আমাদের নয়, এটা এসেছে অভিভাবকদের অনুরোধে। কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ে, তারা নিম্নবিত্ত পরিবারের সন্তান। কিন্তু বৃত্তি পরীক্ষার উদ্যোগের বিরুদ্ধেও মামলা হয়েছে।
সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পিসহ শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও অংশীজন।












