
নিজস্ব প্রতিনিধি:এতিম ও কোরআনের হাফেজদের সঙ্গে ইফতার করেছে যুব মহিলা লীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ডেইজি সারওয়ার।
বুধবার (২৯ মার্চ) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক হাফেজিয়া এতিমখানায় এ ইফতার করেন তিনি।
এসময় বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার বলেন,দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন রমজানে অসহায় দুস্থ মানুষের পাশে থাকতে।তাই আমি প্রতিবারের মতো এই রমজানের প্রথমদিন থেকেই আমার সাধ্যমত অসহায় দুস্থ মানুষকে ইফতার সামগ্রী প্রদান ও দান করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আজ কোরআনের হাফেজ ও এতিম বাচ্চাদের সঙ্গে ইফতার করলাম।ইফতারের পূর্বে জননেত্রী শেখ হাসিনা ও দেশের মানুষের জন্য মঙ্গল কামনা করে দোয়া করা হয়েছে।
প্রসঙ্গত, রমজানের প্রথম দিন থেকেই রাজধানীর বাস টার্মিনালে, রিকসা স্ট্যান্ড, রেল স্টেশনের প্লাটফর্মে ঘুরে ঘুরে দুস্থ গরীবদের মাঝে ইফতারের প্যাকেট বিতরণ করে আসছেন মানবিক নেত্রী, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার।