মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

এম এ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে গালা নাইট কনসার্ট 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;
বশির আলমামুন, চট্টগ্রাম: চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে ফুল উৎসব– ২০২৫ এর গালা নাইট কনসার্ট ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুপুর থেকেই শুরু হয়ে চলবে রাত পর্যন্ত। এ কনসার্টে মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস। পাশাপাশি থাকছে জনপ্রিয় আরো সাতটি ব্যান্ড।
গতকাল গালা নাইট কনসার্ট উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন,  ডিসি পার্কে গত ৪ জানুয়ারি থেকে মাসব্যাপী ফুল উৎসব শুরু হয়। এ উৎসবের সমাপনী অনুষ্ঠান হচ্ছে গালা নাইট কনসার্ট। যা আমরা আয়োজন করতে যাচ্ছি। মাসব্যাপী ফুল উৎসব অনেক বড় একটি বিষয়। চট্টগ্রামবাসীর সহযোগিতার কারণে সুন্দরভাবে এ উৎসব শেষ হয়েছে। যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন, গালা নাইট কনসার্টে নিরাপত্তার জন্য ১ হাজার পুলিশ সদস্য, ছাত্র প্রতিনিধি ও সেনাবাহিনীর সদস্যরা থাকবেন। এ কনসার্টে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড নগর বাউল, সোলস, আর্টসেল, শিরোনামহীন, তীরন্দাজ, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদসহ অনেক প্রসিদ্ধ ব্যান্ড দল গান পরিবেশন করবেন। এমএ আজিজ স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলার কথা বিবেচনা করে আমরা ৩৫ হাজার দর্শক প্রবেশের ব্যবস্থা করছি। এরমধ্যে ১৫ হাজার মাঠে এবং ২০ হাজার গ্যালারিতে বসবে। মাঠে বসে যারা কনসার্ট উপভোগ করবে তাদের টিকেটের মূল্য পরিশোধ করতে হবে ৫০০ টাকা। আর যারা গ্যালারিতে বসে উপভোগ করবে তাদের গুণতে হবে ৩০০ টাকা। কাজির দেউরী মোড়ে একটি এলইডি স্ক্রিনের ব্যবস্থা থাকবে। দর্শকদের প্রয়োজন বিবেচনায় নিয়ে স্টেডিয়ামের ভেতরে কয়েকটি স্টল ও মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক ফরিদা খানম।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ