
খাঁন মো. আ. মজিদ
ওরে আমার সোনার ময়না
আর তো জালা সহেনা
অন্তর পুইড়া হইল কালা
আমার ভালো লাগে না (২)
মাটির গড়ন দেহ তোমার
থাকবে না ভাই কিছুই যে আর
পইড়া রবে শূন্য খাঁচা
সেদিন কেহ যাবে না (২)
দালান কোঠা পাক বাড়ী
সোনা দানা টাকা কড়ি
সবই রইল পড়ে তোমার ॥
কিছুই সঙ্গে নিলানা (২)
মজিদ বলে পাগল মনা
আর পাগলামী করিস না ॥
ভরের হাটের বেচাকেনা
তোমরা যে আর কইর না (২)











