
মো. ওসমান গনি ইলি, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভিন্ন আঙ্গিকে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস।
বৃহস্পতিবার সকালে মেহেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া অনুশীলন কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসাইন ভূঁইয়া এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান।
প্রচলিত আয়োজন থেকে ব্যতিক্রমভাবে এ বছর দিবসটি উদযাপন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে থেকে মেহেরঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচিত করে কর্মসূচি পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে ইউএনও বিমল চাকমা শিক্ষার্থীদের হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন এবং নিজে প্রদর্শনী করে সবাইকে উৎসাহিত করেন। পরে তিনি বিদ্যালয়ের নবনির্মিত ওয়াশ ব্লক পরিদর্শন করেন ও প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে পাঠদানের মান পর্যালোচনা করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।