
বশির আলমামুন, চট্টগ্রাম: কক্সবাজারের দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে আইন শৃংখলা বাহিনী।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবিরের নেতৃত্বে একটি টিম শনিবার বিকালে ও এর আগের রাতে চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করেন। গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নবী হোছাইন চৌধুরী। তার বিরুদ্ধে গরু চুরি, হত্যাচেষ্টা, লুঠপাট ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
অপরদিকে টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেনকে চট্টগ্রাম থেকে গতরাতে গ্রেফতার করা হয়।