বৃহস্পতিবার, ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

কক্সবাজারে র‌্যাব-পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪৮১ কেজি পলিথিন জব্দ 

মো. ওসমান গনি (ইলি), কক্সবাজার: কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র‌্যাব-১৫ ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালানো হয়েছে।
বুধবার সকাল ১১টায় পরিচালিত এই মোবাইল কোর্টে ৪৮১ কেজি পলিথিন জব্দ করা হয় এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
এছাড়া শহরের লিংক রোড ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পরিবহন চালক ও শ্রমিকদের পলিথিন ব্যবহার না করার বিষয়ে সচেতন করা হয়।
র‌্যাব জানায়, পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে আগেই সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়, যার ইতিবাচক প্রভাব পড়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ