খাঁন মো. আ. মজিদ
ঐ যে বন্ধু আসিতেছে
দেখা বুঝি যাইতে আছে
বাড়ি আমায় নিয়া যাবে (২)
কাল বৈশাখী ঝড়ের মত
আইছেন ভাইসাব আমায় নিতে
মা বাপেরে ছাড়িয়া যে ॥
কেমন কইরা আমি যাব (২)
পরকালের সাথী তুমি
দেখা হবে তোমার সাথে
কেউ না আমার সঙ্গে যাবে ।
তখন তুমি কি করিবে? (২)
কদম গাছের ছায়ায় নিচে
থাকব মোরা দুইজনাতে
সেইতো তুমি ভালবাসবে
* আমি তোমার সাথী হব (২)