রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কপ২৯ উপলক্ষে আহ্বান

কয়লা ও এলএনজি গ্যাসকে না বলুন, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করুন

উত্তম দাস, খুলনা, খুলনা: আজারবাইজানের বাকুতে ১১ নভেম্বর থেকে শুরু হওয়া কপ২৯ সম্মেলনের প্রাক্কালে ধ্রুব খুলনা, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন), এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডাব্লিউজিইডি) যৌথভাবে যশোর নোয়াপাড়ায় একটি শক্তিশালী প্রচারণার আয়োজন করে।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে কয়লা ও এলএনজি গ্যাসের ব্যবহার বন্ধ করা এবং নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানানো।

বক্তারা তাদের বক্তব্যে জোর দিয়ে বলেন, কয়লা ও এলএনজি গ্যাসের ওপর নির্ভরতা কেবল পরিবেশের ক্ষতি করছে না বরং বাংলাদেশের জলবায়ু সুরক্ষার জন্যও তা বিপজ্জনক।

ফসিল ফুয়েল এবং এলএনজি যার মাশুল পৃথিবী দিতে হচ্ছে- এই প্রতিপাদ্য তুলে ধরে বক্তারা বলেন, এলএনজি এবং কয়লার পরিবর্তে বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি যেমন সোলার, উইন্ড এবং বায়োমাসের ব্যবহার বাড়ানো উচিত। এছাড়া, তারা আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশ্ব নেতৃবৃন্দের প্রতি এলএনজি এবং কয়লার ব্যবহার কমানোর এবং নবায়নযোগ্য শক্তির দিকে বিনিয়োগের আহ্বান জানান।

ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী বলেন, ‘যখন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই প্রকট হচ্ছে, তখন কয়লা ও এলএনজি আমাদের দেশের পরিবেশ ও ভবিষ্যতের জন্য একটি বড় বিপদ হিসেবে দেখা দিয়েছে। আমরা চাই, আন্তর্জাতিক মঞ্চে কপ২৯- এর মাধ্যমে একটি শক্তিশালী বার্তা প্রেরণ হোক: Say No to Coal, Say No to LNG.

এই প্রচারণার মাধ্যমে পরিবেশ ও জলবায়ু সুরক্ষার জন্য বিশ্বজুড়ে কার্বন নির্গমন কমানোর এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়েছে। এতে অংশগ্রহণ করেন স্থানীয় পরিবেশকর্মী, সুশীল সমাজের সদস্য, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের সদস্যরা। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই প্রচারণা সফলভাবে সম্পন্ন হয়, যা ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি শক্তিশালী বার্তা প্রদান করে ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ