
কর্ণফুলী প্রতিনিধি: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রমজানের বেশ কিছুদিন আগে থেকে বিভিন্ন নামে ওরশ বিরিয়ানির আসর বসতে শুরু করে। নানা জায়গা থেকে বিরিয়ানি প্রেমিকরা এসব দোকানে এসে ভিড় জমান। ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এসব ওরশ বিরিয়ানির দোকান।
সোমবার উপজেলার মইজ্যারটেকে সেই ভাইরাল ওরশ বিরিয়ানির দোকানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছে কর্ণফুলী উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাস্তা দখল করে বিরিয়ানি হাউজ পরিচালনা করায় যানজট নিরসনে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেকে আকাশ ওরশ বিরিয়ানি হাউজকে ২০ হাজার এবং কর্ণফুলী ওরশ বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রাস্তায় স্থাপনা উচ্ছেদ করা হয়।
অপরদিকে দোকানের বাইরে রাস্তায় গ্যাস সিলিন্ডার রেখে এবং প্রয়োজনীয় লাইসেন্স না রেখে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ফকিরনির হাটে মেসার্স আলম এন্ড ব্রাদার্সকে ৩ হাজার এবং মূল্য তালিকা না রেখে পণ্য বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, ‘রাস্তা দখল করে যানজট সৃষ্টি করায় দুই বিরিয়ানির দোকানকে ৩০ হাজার এবং বিভিন্ন অভিযোগে দুই ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করা হয়।’