
নাজমুস সাকিব, কলাপাড়া: বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি- এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের লোন্দা খেয়াঘাট এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) জনাব ইয়াসিন সাদিক।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশের উপকূলীয় আঞ্চলিক সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার সদস্য নজরুল ইসলাম, যুব সংগঠক গাজী মো. নিয়াজ মোর্শেদ, ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহ, পরিবেশকর্মী কামাল হাসান রনি প্রমুখ।
জনাব ইয়াসিন সাদিক বলেন, উপকূলীয় অঞ্চলে বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ। এ ধরনের কার্যক্রম আমাদের ভবিষ্যৎকে আরও সবুজ ও নিরাপদ করতে সহায়ক।
মেজবাহ উদ্দিন মাননু বলেন, উপকূলের মানুষের জীবিকা, খাদ্য ও বাসস্থানের নিরাপত্তার সঙ্গে পরিবেশ ঘনিষ্ঠভাবে জড়িত। তাই জলবায়ু সহনশীল উপকূল গড়তে বৃক্ষরোপণের মতো উদ্যোগগুলোকে গ্রামীণ জনগণের অংশগ্রহণে বিস্তৃত করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজক সংগঠনগুলো-ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, কলাপাড়া জানায়, পুরো মাস জুড়ে কলাপাড়ার বিভিন্ন ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
বক্তারা বলেন, উপকূলীয় জনপদকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষা করতে হলে শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশবান্ধব আরও উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।