মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কলোনীর জমি দখলমুক্ত করে সেনাক্যাম্প স্থাপনের দাবি

কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনীর জমি অবৈধ দখলমুক্ত করে সেনাক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছে ৫টি কলোনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা।

বৃহস্পতিবার বেলা ১১ টায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ তাদের পরিবারের সদস্যা নিয়ে ঘোড়াঘাট উপজেলা পরিষদ থেকে বিভিন্ন ফেস্টন নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম কাছে স্বারকলিপি প্রদান করেন।

বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিজুর রহমান, আজগর আলী, আব্দুর রশিদ, হায়দার আলীসহ অনেকে।

বক্তারা বলেন, ১৯৫০ সালে ১৪ পদাতিক ডিভিশন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পক্ষে ১৩৭৫ একর জমি অধিগ্রহণ করে। যার কিছু অংশ ১৪ টি মৌজায় ২৬৪ জন অসবরপ্রাপ্ত সেনা সদস্যদের মাঝে বরাদ্দ করা হয়। সেখানে আমরা শান্তিতে বসবাস করে আসছি। সম্প্রতি বাকি জমিতে সেনাক্যাম্প স্থাপনে উদ্যোগে নেয়। কিন্তু অবৈধ দখলদাররা তার বিরোধিতা করছে। আমরা এলাকার নিরাপত্তার স্বার্থে ঘোড়াঘাটে স্থায়ী সেনাক্যাম্প স্থাপনের দাবি জানাই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ