
মো. রাসেল মিয়া, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া কসবায় ইতালী প্রবাসীর বাড়িঘরে ব্যাপক হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশি জালাল মিয়া ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার ভোরে কসবায় উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিসার দক্ষিণপাড়া গ্রামের ইতালী প্রবাসী আব্দুল কাদিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও থানায় অভিযোগ সূত্রে জানা যায় , কসবা উপজেলা কাইমপুর ইউনিয়নের জাজিসার দক্ষিণ গ্রামের মৃত আব্দুর রহমান ছেলে ইতালী প্রবাসী আব্দুল কাদির প্রতিবেশি মৃত আব্দুর রশিদ ছেলে জালাল মিয়া ও তার পরিবারে লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসতেছে। আজ ভোর সকালে ইতালি প্রবাসী আব্দুল কাদিরের রান্নাঘরে অন্যায়ভাবে প্রবেশ করিয়া জালাল মিয়া। সেখানে গাঁজার বস্তা রাখতে চাইলে ইতালি প্রবাসী আব্দুল কাদির মাদকদ্রব্য রাখার বিষয়ে প্রতিবাদ করে। জালাল মিয়া ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হইয়া ইতালি প্রবাসীর বাড়িতে ভাঙচুর চালায়। থাই গ্লাসের জানালা ভাঙে ও লুটপাট করে ।
ইতালি প্রবাসী আব্দুল কাদির তাৎক্ষণিক ৯৯৯ ফোন করে। ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কসবা থানা পুলিশ।
এই ঘটনার বিচার দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। এদিকে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা।