শুক্রবার, ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কসবায় কিশোরকে হত্যাচেষ্টা, কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার দাবি

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:8; brp_del_th:0.0054,0.0000; brp_del_sen:0.1300,0.0000; motionR: 0; delta:null; bokeh:0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (12, 2);aec_lux: 138.60509;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 45;

মো. ছাইদুল্লাহ, কসবা ( ব্রাহ্মণবাড়িয়া): কসবায় সরকারী বালক উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আপন সরকার (১৬)-কে স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতৃত্বে পরিকল্পিত হত্যাচেষ্টা করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং লিডার শুভ আহমেদ সহ গ্যাংয়ের সকল সদস্যকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী।

রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর আগে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিলটি চড়নাল গ্রাম থেকে বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আগামী ২৪ ঘন্টার মধ্যে কিশোর গ্যাংয়ের মূলহোতা শুভ আহমেদ সহ সকল অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুর রহমান, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, সাবেক সভাপতি আবদুল হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ছাইদুল্লাহ, যুবদল নেতা সাহিদুল খাঁ ও ছাত্র প্রতিনিধি মুনইমু রেজা সাহাব সহ অন্যরা।

গত ১৭ মার্চ রাতে কসবা রেলওয়ে স্টেশনে ঘুরতে গেলে শুভ’র নেতৃত্বে আপনকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত করা হয়। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় ১১ জনকে আসামি করে মামলা রুজু করেছে আপনের চাচা। গুরুতর আহত আপন সরকার বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ