বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কসবায় দুই শতাধিক অসহায় মানুষের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

মো. ছাইদুল্লাহ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) বুধবার দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোসাইস্থল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ফজলুল করিম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার। ৬০ বিজিবি সহকারী পরিচালক মো. মতিউর রহমান, গোসাইস্থল ও চন্ডিদ্বার বিজিবি ক্যাম্প কমান্ডার, উপকারভোগী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

৬০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার সাংবাদিকদের বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষার পাশাপাশি আর্তমানবতার সেবায় সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। এরই অংশ হিসেবে আজ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, সীমান্তে সকল প্রকার মাদক পাচার, চোরাচালান ও অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা ব্যপকহারে বৃদ্ধি করা হয়েছে। তিনি এসব অপরাধ দমনে সমাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এক্ষেত্রে তিনি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরো বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। ভবিষ্যতে যাতে আমাদের দেশ বিশ্বের মাঝে মাথা উচু করে দাঁড়াতে পারে সেজন্য আমাদের স্বনির্ভর হতে হবে। চোরাচালান করে নয় যুবসমাজকে সৎ পথে থেকে রোজগার করার আহ্বান জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ