মো. ছাইদুল্লাহ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস নানা কমসূচির মধ্যে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর মিয়া, কসবা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন। বক্তব্য রাখেন, কসবা মহিলা ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মো. তসলিম মিয়া, উপজেলা জামাতের সাধারণ সম্পাদক শিবলী নোমানী, কসবা থানার এস.আই মজিবুর রহমান, উপজেলা তথ্য কর্মকর্তা সোমা আক্তার, ছাত্র প্রতিনিধি আমিনুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, ছাত্র-শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান ও তার কর্মময় জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেন। তারা নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।