রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কসবায় সবুজ সংঘের শিক্ষাবৃত্তি ও মানবিক সহায়তা প্রদান

0-4480x2038-0-0#

মো. ছাইদুল্লাহ, কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা বাজার মাঠে বৃহস্পতিবার দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সংগঠন খাড়েরা সবুজ সংঘ ১৫ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান এবং ২৬ জন অসহায় ব্যক্তিকে ১৩ হাজার টাকা মানবিক ভাতা প্রদান করা হয়।

খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন। সবুজ সংঘের সভাপতি ও কসবা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন পলার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও যুগান্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, কসবা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল হান্নান, খাড়েরা ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব ফারুক আহমেদ বাবু, সাংবাদিক মো. শাখাওয়াত হোসাইন পারভেজ, রুবেল আহমেদ, মোহাম্মদ জামশেদ মিয়া, মোহাম্মদ শাহপরান, মোহাম্মদ নাজমুল হক, কাজী দিপু ও সবুজ সংঘের অর্থ সম্পাদক নুরুল আমিন ভূইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আবুল খায়ের স্বপন বলেন, “খাড়েরা সবুজ সংঘ দীর্ঘদিন ধরে সমাজের কল্যাণে কাজ করে আসছে। এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে এবং অসহায় মানুষদের জীবনে স্বস্থি আনবে।”

সংগঠনের সভাপতি মো. লোকমান হোসেন পলা বলেন, “আমরা সব সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জন্য আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।”

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা শিক্ষাবৃত্তি পেয়ে আনন্দ প্রকাশ করে এবং ভবিষ্যতে ভালো ফলাফল করার প্রতিশ্রুতি দেয়। মানবিক সহায়তা পাওয়া ব্যক্তিরাও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ