মোহাম্মদ রাসেল মিয়া, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া কসবায় বুধবার (২৬ অক্টোবর) রাতে ভারতীয় গাঁজা পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের আকতাপাড়া গ্রামের আলমগীর মিয়ার ছেলে মোঃ বাবু মিয়া (২৪) ও একই গ্রামের উজ্জত আলী মিয়া ছেলে মোঃ আবু বক্কর সিদ্দিক (৫৫)। আটককৃতদের বিরুদ্ধে এস.আই মোঃ খায়রুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করেছে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন প্রত্যাশা টিভিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার কাইমপুর ইউনিয়নের চাটুয়াখলা মুর্শিদ মিয়ার পুকুরের পাড়ে রাস্তা সামনে দিয়ে গাঁজা পাচারের সময় এস.আই মোঃ খায়রুল ইসলাম নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। এ সময় আসামিদের থেকে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়।