বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম কারিনা কাপুর খান। কিছুদিন আগেই সুখবর দিয়েছিলেন অভিনেত্রী, হয়েছেন ইউনিসেফের শুভেচ্ছাদূত। কিন্তু সুখবরের মধ্যেই দুশ্চিন্তায় অভিনেত্রীর ভক্তরা। এবার সরাসরি হাইকোর্টের নোটিশ পেয়েছেন এ অভিনেত্রী। কিন্তু কারণটা কী? হঠাৎ আদালত থেকে নোটিশ!
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে এই নোটিশ দেওয়া হয়েছে। সেটি তার মাতৃত্বকালীন দিনগুলোতে মায়েদের যত্ন নিয়ে লেখা একটি বইকে কেন্দ্র করে। বইটির নাম ‘কারিনা কাপুর খান–এর বাইবেল: দ্য আলটিমেট ম্যানুয়াল ফর মমস-টু-বি’। আর বইয়ের নামে বাইবেল শব্দটি ব্যবহার করেই বিপাকে পড়ে গেছেন অভিনেত্রী। এতে তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তোলা হয়েছে। সে কারণে বিষয়টি নিয়ে অভিনেত্রীর কাছে জবাব চেয়েছেন হাইকোর্ট। এমনকি নোটিশও দিয়েছেন তাকে। কারিনার বইয়ে ‘বাইবেল’ শব্দ নিয়ে আপত্তি জানিয়ে অভিযোগকারী বলেছেন, বইটিতে বাইবেল শব্দটি যোগ করায় খ্রিষ্টধর্মের মানুষকে আঘাত করা হয়েছে। বাইবেল খ্রিষ্টধর্মের ধর্মগ্রন্থ। সে কারণেই এতে আঘাত পেয়েছেন খ্রিষ্টধর্মের মানুষেরা।
২০২১ সালে, কারিনা কাপুর করণ জোহরের সঙ্গে তাঁর বই ‘প্রেগন্যান্সি বাইবেল’ প্রকাশ করেছিলেন। বইয়ে বাইবেল শব্দটা নিয়ে বর্তমানে বিতর্কের মুখোমুখি অভিনেত্রী। আগামী ১ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আদালতে আবেদন করেছেন ক্রিস্টোফার অ্যান্থনি নামের এক ব্যক্তি। আবেদনে বইটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে কারিনার নারীকেন্দ্রিক সিনেমা ক্রু। সিনেমাটি বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে। ব্যক্তিগত জীবনে দুই সন্তান তৈমুর ও জেহ নামের দুটি সন্তান আছে অভিনেত্রীর।